Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগম রোকেয়া নারী জাগরণের অক্লান্ত পথিকৃৎ: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ০৩:২৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৮

বেগম রোকেয়া দিবসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বেগম রোকেয়া এদেশের নারী জাগরণের এক অক্লান্ত পথিকৃৎ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আমি তার অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার আত্মার মাগফিরাত কামনা করি।’

তিনি বলেন, ‘বেগম রোকেয়া এদেশের নারী জাগরণের এক অক্লান্ত পথিকৃৎ। তিনি নারী সমাজের অগ্রগতির জন্য শিক্ষাকে বাস্তব ও অপরিহার্য বলে মনে করতেন। কারণ, তিনি বিশ্বাস করতেন শিক্ষাই নারীকে স্বমহিমায় অভিষিক্ত করবে।’

বিজ্ঞাপন

বিএনপির মহাসচিব বলেন, ‘তার দূরদর্শী দৃষ্টিভঙ্গি ছিল নারীর ভাগ্য উন্নয়ন এবং সেজন্য তাদের মধ্যে শিক্ষার বিস্তার। বেগম রোকেয়ার নারী স্বাধীনতার অর্থ গভীরভাবে বিচারসহ তার জীবন ও আদর্শ বাস্তবায়নই এদেশের নারী সমাজকে আলোকিত ও আত্মনির্ভরশীল করতে প্রেরণা জোগাবে।’

তিনি আরও বলেন, ‘বেগম রোকেয়ার প্রদর্শিত পথই আজকের নারী সমাজকে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে। আমি মহীয়সী নারী বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারী সমাজকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সকল নারীর প্রতি আহ্বান জানাই।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর