Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় বাড়ছে শীতর আমেজ, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১১:৫৩ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১২:০৪

প্রকৃতিতে শীতের আমেজ। ছবি: সংগৃহীত

ঢাকা: ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। ভোরে কুয়াশার চাদর আর সন্ধ্যার ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত হাজির হয়েছে রাজধানীবাসীর দুয়ারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে— মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিন আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে সকাল-বিকেলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

এর মধ্যে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে রাজধানীতে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে— সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা আছে, যদিও দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

শীতের এই আমেজে রাজধানীর জনজীবনে ইতোমধ্যে এসেছে হালকা পরিবর্তন। সকালবেলা অফিস যাত্রীদের হাতে দেখা যাচ্ছে বাড়তি শাল-চাদর, আর ফুটপাতে বেড়েছে পিঠার দোকান।

শীত ধীরে ধীরে জমাট বাঁধলে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর