Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫

প্রতীকী ছবি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুরে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় নিহত হয়েছেন বাসেদ আলী নামের এক পথচারী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই উপজেলার নারায়নপুর গ্রামের বাসেদ আলী। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, বেলা ১১টার দিকে ছত্রাজিতপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ভটভটি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বৃদ্ধ বাসেদ আলীর। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ভটভটিকে জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়ধীন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর