Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের তালিকাভুক্ত আসামিকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ২০:২৪

নিহত ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি। ছবি: সারাবাংলা

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের তালিকাভুক্ত আসামি ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (২৫)-কে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, নিহতের পিতা বদিউজ্জামান মঙ্গলবার দুপুরে এই মামলটি দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে এবং আটজনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে, সোমবার (৮ ডিসেম্বর) সকালে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বলি উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী আরও বলেন, ‘মামলা নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর