Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিগত ১৭ বছরে উন্নয়ন প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮

বক্তব্য দিচ্ছেন দুদকের রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। ছবি: সারাবাংলা

রংপুর: রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৮০ শতাংশ খরচ হয়, কিন্তু বিগত ১৭ বছরে এই প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে এবং লাখ লাখ ডলার বিদেশে পাচার হয়েছে। এসবের যথাযথ বিচার হলে দুর্নীতি অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, সরকারের বাইরে ব্যক্তিগত পর্যায়ে বড় ধরনের দুর্নীতি হয়, যেমন রাজধানীতে একেকজন একাধিক অট্টালিকার মালিক হয়ে ওঠেন—এগুলোর উৎস নিয়ে নজরদারি জরুরি। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সরকারি ও ব্যক্তিগত উভয় স্তরে কাজ করতে হবে।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। দুর্নীতি দমন কমিশনের জেলা সমন্বিত কার্যালয়ের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার। সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

বিজ্ঞাপন

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘সবার মধ্যে প্রতিশ্রুতি থাকা জরুরি। সর্বস্তরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে সুশাসনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। আসন্ন নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, এতে দুটি ব্যালট থাকবে—একটি গণভোট এবং অন্যটি জাতীয় সংসদ নির্বাচনের। এই ভোটের মাধ্যমে নাগরিকরা ঠিক করবেন, আগামী একশ বছরে দেশকে কোথায় দেখতে চান। এই সুযোগকে কাজে লাগিয়ে একশ বছরের পরিকল্পনা নিয়ে এগোতে হবে।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আ ক ম আকতারুজ্জামান বসুনীয়া, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মোহাং নুরুল হুদা, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দুর্নীতি দমন কমিশন রংপুরের উপপরিচালক মো. শাওন মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. নাসিমা আকতার এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুরের সভাপতি ড. শ্বাশত ভট্টাচার্য।

দিবসটি পালনে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা। পরে টাউনহল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির পর টাউনহল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং দিনব্যাপী দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী চলে। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর