খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের কোনো বিকল্প নাই। দেশে বিগত সরকার দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল এবং তাদের দ্বারা লালিত হয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী। এ কারণে বাংলাদেশ দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনার রূপসা উপজেলা শাখার আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ইসলামের গণজাগরণ দেখে একটি রাজনৈতিক চক্র তাদের পরাজয়ের ভয়ে আবোলতাবোল বক্তব্য দিচ্ছে। ইসলামিক দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে সর্বত্র কুরআনের রাজত্ব কায়েম করা হবে। তখন এ দেশ হবে সুখী সমৃদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।’
তিনি আরও বলেন, ‘ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে দেশে মাদক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ভূমিদস্যু কারোর ঠাঁই বাংলার মাটিতে থাকবে না।’
সমাবেশে আর উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন নায়েবে আমির অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম ও ইসলামী আন্দোলন খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা আবু সাঈদ প্রমুখ।