Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে যে আসন থেকে লড়বেন তাসনিম জারা-পাটওয়ারী-আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৩:০১

আখতার হোসেন, তাসনিম জারা ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন সদস্যসচিব আখতার হোসেন।

ঢাকা-৯ আসনে লড়বেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। এ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন হাবিবুর রশিদ। গত ৪ ডিসেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

ঘোষিত তালিকা অনুযায়ী, রংপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এদিকে ঢাকা-১৮ আসন নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। এদিকে এই আসনে বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

আজ এনসিপি প্রাথমিকভাবে ১২৫টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে। দলটির পরবর্তী ধাপের তালিকা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর