Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৫:২৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭

মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। তিনি স্থানীয় এক ছাত্রশিবির নেতার বাবা বলে জানা গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বুড়িপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৫৫) বড়হাতিয়া ইউনিয়নের রমজান আলী সিকদার পাড়ার বাসিন্দা এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। তিনি বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শফিকুর রহমানের বাবা।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভোররাতে অটোরিকশা নিয়ে বুড়িপুকুর পাড় এলাকা দিয়ে নুরুল ইসলাম যাত্রী নিতে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে। স্থানীয়রা গুলির শব্দ শুনে সেখানে জড়ো হন এবং তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল সারাবাংলাকে বলেন, ‘ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি। কারও সঙ্গে পূর্বশত্রুতা ছিল কি না, সেটাও তদন্ত করে দেখছি।’

নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর