ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ঘোষণা করেছেন, তারা বিএনপি ও জামায়াত ইসলামীর ‘সংস্কারপন্থী’ বিদ্রোহীদের মনোনয়ন দিতে প্রস্তুত। একইসঙ্গে টাকার কাছে হেরে যাওয়া কিন্তু জনগণের সঙ্গে সংযোগ থাকা প্রার্থীদের জন্যও এনসিপির দরজা খোলা রাখার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) দলটির অস্থায়ী কার্যালয়ে ১২৫ জন দলীয় প্রার্থীর প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পরপরই তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে, তাদেরকে মনোনয়ন দেব। জামায়াতের যারা বিদ্রোহী, তাদেরকেও মনোনয়ন দেব।’
তিনি আরও বলেন, ‘তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সঙ্গে যোগাযোগ কানেকশন আছে।’ সংসদে প্রতিনিধিত্ব করতে চান তাদের জন্য এনসিপির দরজা খোলা আছে বলেও জানিয়েছেন।
অন্যান্য দলের কতজন বিদ্রোহী যোগাযোগ করেছেন— এমন প্রশ্নের জবাবে পাটোয়ারী বলেন, ‘সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে অনেকেই যোগাযোগ করছেন। দেখেন না মাঠে আগুন জ্বলা বন্ধ হয়েছে মানে যোগাযোগ শুরু করেছে।’