ঢাকা: বিগত সরকারের আমলে গুমের শিকার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন ছাত্রদল নেতার সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি হয়।
মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা গুম হওয়া মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা ও আল-আমিনসহ গুমের শিকার সব নেতা-কর্মী ও নাগরিকের সন্ধান দাবি করেন। একইসঙ্গে আওয়ামী লীগ ও ‘পেটোয়া বাহিনী’র নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় বিচার বিভাগের কার্যকর পদক্ষেপেরও দাবি জানান তারা।
মানববন্ধনে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ‘ফ্যাস্টিস্ট সরকারের আমলে যে আমাদের তিন ভাইকে গুম করা হয়েছে আমরা তাদের সন্ধান এখনো পাইনি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তার ছিটেফোঁটাও পাইনি। সরকারের কাছে আমাদের অনুরোধ অতি দ্রুত আমাদের ভাইদের খুঁজে বের করবেন।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ফ্যাসিস্ট আমলে অনেক বিএনপি নেতা গুম-খুনের শিকার হয়েছেন। আমাদের অনেক ভাই গুম হয়েছেন, আল্লাহর রহমতে অনেককে ফিরে পেয়েছি। কিন্তু আমাদের জবি ছাত্রদলের তিন ভাইকে এখনো আমরা খুঁজে পাইনি। বিগত আন্দোলন সংগ্রামে আমাদের অনেক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন, হামলার শিকার হয়েছেন। বিগত ১৭ বছর আমরা মৃত্যুর সামনে দাঁড়িয়ে লড়াই করেছি। যারা গুম খুনের সঙ্গে জড়িত তাদের বিচার চাই।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ্ উদ্দিন মানববন্ধনে সংহতি প্রকাশ করে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে গুম-খুন একটি নৈমিত্তিক শব্দ হয়ে দাঁড়িয়েছিল। জুলাইয়ের পর আমরা এখনো অনেকের সন্ধান পাইনি। আমাদের জবি ক্যাম্পাসের ৩ ছাত্রদল নেতা, আমার কাজিন ইলিয়াস আলীসহ আরও অনেকে গুমের তালিকায় রয়েছে। ১০ ডিসেম্বর আসে আর আমরা মানববন্ধন করি তাদের সন্ধান চাই, স্মরণ করি আবার পরদিন ভুলে যায়। তাদের পরিবারের এখন কি অবস্থা আমরা কি তা জানি? আমরা চাই আমাদের ক্যাম্পাসের ছাত্ররা যে গুম হয়েছে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে।’