Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৮:২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

নরসিংদী: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একটি সুষ্ঠু-শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাংবাদিকরা তাদের দায়িত্ব ভালভাবে করে যাচ্ছে বলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতোটা উন্নতি। সব সময় সঠিক সংবাদ পরিবেশন করলেই দেশবাসী লাভবান হয়। পার্শবর্তী দেশের সাংবাদ চুন-কালি দিয়ে সঠিক ভাবে তুলে ধরে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছন। সমাজ থেকে দুর্নীতি ও মাদক নিমূল না হলে উন্নতি করা সম্ভব নয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সু-সংগঠিত হচ্ছে আরও হবে, চেষ্টা করে যাচ্ছি। আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু-শান্তিপূর্ণ ও উৎসব মুখর হয় এই জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি।’ আগামী নির্বাচনে ভোটার-প্রার্থীর পাশাপাশি প্রশাসন ও সাংবাদিকদেরও সহযোগিতা চেয়েছেন তিনি।

এর আগে সকালে নরসিংদীর পুলিশ লাইনস, জেলা কারাগারসহ সরকারি বিভিন্ন দফতর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর