Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ ফেরত অভিবাসীদের রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২২:৪৮

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিদেশ ফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিতে জেলা পর্যায়ে কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় বিদেশ গমন এবং অবস্থানকালীন সময়ে নির্যাতনের শিকার হলে করণীয়, নিরাপদ অভিবাসন, বিদেশ ফেরত ক্ষতিগ্রন্ত অভিবাসীদের সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন, প্রশিক্ষণ গ্রহণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসন শুধু মানবিক দায়িত্ব নয়, অর্থনীতির চাকা সচল রাখার গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের সঠিক রেফারেল, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।

কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, অভিবাসীরা দেশের সম্পদ। বিদেশে তারা যে চ্যালেঞ্জের মুখে পড়েন, তার সমাধানে সরকারি ও বেসরকারি সংস্থার কার্যকর সমন্বয় প্রয়োজন। রেফারেল সেবার মাধ্যমে ভুক্তভোগীরা যথাযথ সহায়তা পেলে তাদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন সহজ হবে।

তিনি আরও বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগ আরও জোরদার করা হবে। বিদেশ ফেরতদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে।

কর্মশালায় আরও বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার প্রমুখ।

তারা বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, স্বল্প সুদের ঋণ, উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করলে বিদেশ ফেরত অভিবাসীরা নতুন করে জীবনে দাঁড়িয়ে যেতে পারবেন। একই সঙ্গে অভিবাসন প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান এবং প্রতারণা কমাতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোরও আহ্বান জানান তারা।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদেশ ফেরত অভিবাসী, এনজিও কর্মকর্তা এবং ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে অভিবাসীদের সমস্যা, সেবা পাওয়ার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীরা বলেন, রেফারেল সেবার মাধ্যমে বিদেশ ফেরতদের সঠিক প্রতিষ্ঠান, প্রশিক্ষণ, সহায়তা ও পরামর্শ পাওয়া সহজ হবে। এতে তাদের পুনর্বাসন প্রক্রিয়া আরও কার্যকর হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর