Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দীপাবলি গোজ গ্লোবাল’
ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন ভারতীয় হাইকমিশনের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ২৩:৩২

ভারতীয় হাইকমিশনের ‘দীপাবলি গোজ গ্লোবাল’ উদযাপন। ছবি: সংগৃহীত

ঢাকা: দীপাবলিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি প্রদান উদযাপন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার ভারতীয় হাই কমিশন ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) ‘দীপাবলি গোজ গ্লোবাল’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এটি উদযাপন করা হয়। এদিন ইউনেস্কোর আন্তঃসরকারি কমিটির সভায় দীপাবলিকে এই স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, ৭-১৩ ডিসেম্বর পর্যন্ত নয়াদিল্লির লাল কেল্লায় এই সভা চলমান চলবে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘আলোর উৎসব দীপাবলি সর্বজনীন মূল্যবোধের প্রতীক, মন্দের ওপর ভালোর জয়, অজ্ঞতার ওপর জ্ঞানের জয় এবং হতাশার ওপর আশার পুনঃপ্রতিষ্ঠা। এই গুণাবলী এবং মূল্যবোধ জাতি, সংস্কৃতি ও বিশ্বাসকে অতিক্রম করে। এগুলো মানবতার অন্তর্গত।’

বিজ্ঞাপন

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক আন্তঃসম্পর্কের কথা তুলে ধরে হাই কমিশনার বলেন, ‘দীপাবলি বাংলাদেশে ব্যাপকভাবে পালিত হয়। এই ঐতিহ্যগুলো গভীর ঐতিহাসিক ও সভ্যতার বন্ধনকে প্রতিফলিত করে। যা দুই দেশের মধ্যে বন্ধুত্বকে টেকসই করে চলেছে।’

হাইকমিশনার জোর দিয়ে বলেন যে, ‘ইউনেস্কোর স্বীকৃতি কেবল ভারতের জন্যই নয়, বরং বিশ্বের লাখ লাখ মানুষের জন্যও গর্বের মুহূর্ত, যারা বিভিন্ন উপায়ে দীপাবলি উদযাপন করেন। আমরা দীপাবলির বিশ্বব্যাপী স্বীকৃতিকে স্বাগত জানাই।’

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ছিল। দীপাবলিকে একটি ঐতিহ্য হিসেবে উদযাপন করা যা সীমান্তের ওপারে মানুষকে সংযুক্ত করে। এতে পণ্ডিত, বাংলাদেশ যুব প্রতিনিধিদলের প্রাক্তন শিক্ষার্থী, ভারতীয় সম্প্রদায়ের সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর