Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ০২:৫২

প্রতীকী ছবি।

খুলনা: সদর উপজেলায় শিউলী বেগম (৪৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মহানগরীর ট্যাংক রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ মো. সালাউদ্দিন খানের স্ত্রী। তারা ওই এলাকার রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) শাহাজাহান আহমেদ বলেন, ‘গৃহবধূর মৃত্যু রহস্যজনক। মা-ছেলে এক বাসায় থাকতেন। বাইরে থেকে তালা দেওয়া ছিল। পুলিশ তালা ভেঙে বিছানায় ওই গৃহবধূর মরদেহ দেখতে পায়। তবে তার ছেলেকে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটন করতে সিআইডির টিমকে তলব করা হয়েছে। তারা এলে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে।’

বিজ্ঞাপন