ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা যেদিন দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। সেই দিনের জন্য প্রস্তুত থাকতে হবে।।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। বিজয়ের মাস উপলক্ষ্যে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা অংশ নিচ্ছেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে মর্যাদার রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা তারেক রহমান করেছেন, সেটি বাস্তবায়নে বিএনপি সামনের দিকে এগোতে চায়।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে, যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বাধা-বিপত্তি মোকাবিলা করে জনগণের আস্থা অর্জন করতে হবে। মানুষের মন জয় করে তাদের ভোটকেন্দ্রে নিতে হবে, বিএনপির পক্ষে ভোট দিতে হবে।’
বিএনপি কখনো পরাজিত হয়নি, পরাজিত হবে না দাবি করে ফখরুল বলেন, ‘দলের শক্তি হলো ইস্পাতদৃঢ় ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন।’
অনুষ্ঠানে তিনি আরও জানান, দেশকে পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে।