Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারকে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৪:২৬

ত্রানসামগ্রী তুলে দিচ্ছেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। ছবি: সারাাংলা

পটুয়াখালী: কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের মাঝে ঢেউটিন, শুকনা খাবার, কম্বল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণসামগ্রী তুলে দেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের মাধ্যমে এ ত্রাণসামগ্রী বিতরণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, সিপিপির সহকারী পরিচালক আছাউজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম প্রমুখ।

বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলায় গত বছর প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে এক বান করে ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকা এবং অর্ধশত পরিবারকে চাল, ডাল, তেল, লবনসহ বিভিন্ন রকমের শুকনো খাবার এবং কম্বল বিতরণ করা হয়।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বাসচাপায় বৃদ্ধা নিহত
৩০ জানুয়ারি ২০২৬ ০০:২৬

আরো

সম্পর্কিত খবর