Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির হাতে ৩ বিএসএফ সদস্য আটক


২৫ ডিসেম্বর ২০১৭ ১৩:৫১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী

ভারতীয় তিন বিএসএফ সদস্য কে ফেরত দেওয়া হয়েছে । ব্যাটিলিয়ান-১ এর উপ প্রধান লে. কর্নেল আতিকুর বলেন, সোমবার দুপুর ২.১৫ মিনিটে দুই বাহিনীর পতাকা বৈঠকে সমঝোতার মাধ্যমে তাদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার ভোরে রাজশাহী শহরের পার্শ্ববর্তী হাজির বাথান এলাকা থেকে চরমাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

বিএসএফের আটক করা সদস্যরা হলেন এসআই হরনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার। তাঁরা ভারতের হাড়ডাঙা ক্যাম্পে কর্মরত। তাদের দাবি, ঘন কুয়াশার কারণে তাঁরা পথ ভুলে বাংলাদেশে ঢুকে পড়েছেন।

বিজিবির কর্মকর্তা ল্যাফটেন্টে কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ সারাবাংলা ডটনেটকে জানিয়েছেন, তাদের ফিরিয়ে নিতে দুই বাহিনী সোমবার দুপুরে বৈঠকে বসবেন।

সারাবাংলা/আরসি/একে

বিএসএফ বিজিবি রাজশাহী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর