Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বেদেপল্লিতে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৩

বগুড়া: জেলার গাবতলীর বেদেপল্লিতে ছুরিকাঘাতে শাকিল হোসেন (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের ইছামতি নদীর তীর এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন ঢাকা সাভারের বিপ্লবের ছেলে।

জানা যায়, গাবতলী উপজেলার ইছামতি নদীর তীরে দীর্ঘদিন থেকে বেদেপল্লিতে বসবাস করে আসছিল শাকিল হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৩টার দিকে স্থানীয় যুবক রাশেদুল ইসলামকে চোর সন্দেহে আটক করে বেদেরা। পরে বৃহস্পতিবার সকালে রাশেদুল-এর আত্মীয়স্বজনরা বেদেপল্লিতে গিয়ে রাশেদুলকে ছিনিয়ে আনতে গেলে বেদেদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শাকিলকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এতে আরও দুজন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। আহত অপর ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শাকিলের মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাশেদুল-এর দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

১৮১ ফুটের ‘দৈত্য’ সাইকেল!
১১ ডিসেম্বর ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর