ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। প্রতিক্রিয়ায় দলটি বলেছে, নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলে আশা করি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তাৎক্ষণিক এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন। কিছুটা অনিশ্চয়তা-সন্দেহ-সংশয়ে ছিলাম। সেই সংশয় দূর হয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে নির্বাচন হবে। জাতির সঙ্গে সঙ্গে আমরাও এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি, সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে এর মাধ্যমে কেটে যাবে।
জুবায়ের বলেন, সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা, জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যেসব কাজ আছে সেগুলো পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীল হবেন। তফসিল ঘোষণার পর এসব দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরে পড়েছে। আশা করব তারা তাদের সেই দায়িত্ব পালন করবেন।
আপনারা জানেন, আমরা আট দল এক সঙ্গে আন্দোলন করছি, আমাদের শীর্ষ নেতাদের সঙ্গে বিস্তারিত পর্যালোচনা করে আপনাদের জানাব। অতীতে দেখা গেছে অনেক বিষয়ে আস্বস্ত করা হয়েছে সেটা কার্যকর হয়নি। গত তিনটি নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। রাজনীতিসহ সবকিছুকে ধ্বংস করা হয়েছে, প্রশ্নবিদ্ধ করা হয়েছে। গত ১৪, ১৮ এবং ২৪ এর নির্বাচনে জাতির মধ্যে হতাশা তৈরি হয়েছে। এজন্য আমরা আশাকরি আগামী নির্বাচনে কমিশন তাদের সেই দায়িত্ব পালন করবেন যা জাতি প্রত্যাশা করে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৪/৫ দিন আগে আমরা ৬ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারকে বলে এসেছি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা সন্ত্রাসীদের গ্রেফতারসহ যেসব পদক্ষেপ জরুরি নেওয়া দরকার সেগুলো যেন তারা করেন। তারা আমাদের আস্বস্ত করেছেন।
এসময়সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম, মোবারক হোসাইন ও সেলিম উদ্দিন।