Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তমূলক তথ্য দিলে ব্যবস্থা: সিইসি

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তমূলক তথ্য বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নারীদের হেয় করা হচ্ছে। এ রকম কোনো তথ্য বা এআই দিয়ে হেয় করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘বিভিন্ন কারণে এবার নির্বাচন গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো ভোটার আনা হচ্ছে। এ ছাড়াও কারাগারে থাকা ব্যক্তিদেরও ভোটার তালিকায় আনা হচ্ছে।‘

বিজ্ঞাপন

সিইসি বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রার্থীদের আপিল ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে ২১ জানুয়ারি এবং ওইদিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি গণসংযোগ ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, তথা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত। ভোট ১২ জানুয়ারি।’

উল্লেখ্য, নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের পর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য ১৮ দিন সময় দেওয়া হয়েছে এবং প্রচারের জন্য ২০ দিন সময় রয়েছে।

জুলাই অভ্যত্থানে বদলে যাওয়া বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের মাত্র দুই বছরের মাথায় এ নির্বাচন হতে যাচ্ছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর দেড় বছরের মাথায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর