Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ নির্বাচন সাদাকালো ব্যালটে, গণভোটের ব্যালট হবে গোলাপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৩০

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দেশের ইতিহাসে এবারই প্রথম একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদাকালো ও গণভোটের ব্যালট গোলাপি রংয়ের হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এ তথ্য জানান।

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি। প্রার্থীদের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর