বগুড়া: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাব আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্টে শিমুল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শহিদ আব্দুল মান্নান একাদশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় শহিদ চান্দু স্টেডিয়ামে এ টুর্ণামেন্টে ৪টি দল শহিদ রাতুল একাদশ, শহিদ সিয়াম-শুভ একাদশ, শহিদ শিমুল মন্ডল একাদশ ও শহিদ আব্দুল মান্নান একাদশের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালেয়র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম আর সিদ্দিক লেমন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক মমিনুর রশিদ সাইন।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পি এম ইমরুল কায়েস। বগুড়া প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন প্রমুখ।
খেলায় চ্যাম্পিয়ন শহিদ আব্দুল মান্নান একাদশের অধিনায়কের হাতে ট্রাফি তুলে দেন প্রধান অতিথি। রানার্স আপের ট্রাফি নেন শহিদ শিমুল মন্ডল একাদশের সহ-অধিনায়ক আব্দুর রহিম। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্ণামেন্ট হয়েছেন শাহ নেওয়াজ শাওন।