Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২২:২৪

গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার। ছবি: সারাবাংলা

ঢাকা: পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের ভেতর পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০ টায় প্রেস ব্রিফিং করে বিষয়টি জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, রাত ৯টার দিকে সাজিদকে গর্ত থেকে বের করা হয়। উদ্ধারের পর শিশুটিকে অচেতন অবস্থায় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটি জীবিত আছে। বর্তমানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।

গত বুধবার (১০ ডিসেম্বর) রাজশাহীর তানোরে শিশু সাজিদ তার মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের মধ্যে পড়ে যায়। এরপর থেকেই ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা শুরু করে।

বিজ্ঞাপন