ঢাকা: দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদীর চিকিৎসা চলছে ঢামেকের জরুরি বিভাগে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢামেকে এসে ভিড় করছে। তাই যেকোনো প্রকার পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাসপাতালের সামনে বিকেল সাড়ে ৩টার দিকে বারতি পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে এসেছে সিআইডি, ডিবি পুলিশ, পিবিআই এবং সেনাবাহিনী।
এরইমধ্যে হাদীকে দেখতে হাসনাত আবদুল্লাহসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা ঢামেকে এসেছেন। অন্যদিকে হাদীর ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।