ঢাকা: গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদী লাইফ সাপোর্টে আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে অপারেশন থিয়েটারে লাইফ সাপোর্টে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
জেনারেল আসাদুজ্জামান বলেন, রোগী যখন হাসপাতালে আসে তখন থেকেই ক্রিটিক্যাল ছিল। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তার মাথার ভেতরে রয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে দুর্বৃত্তরা।