Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন বানচাল করতে হাদীকে গুলি: খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৮:০২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪

বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর প্রকাশ্যে গুলির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (১২ ডিসেম্বর) এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, তফসিল ঘোষণার পর পরই আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন ভয়াবহ অবনতির ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন। শরীফ ওসমান হাদীকে যে অপশক্তি হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তারা নির্বাচন বানচাল করতে চায়। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে দমিয়ে রাখতে চায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও তাদের নির্দেশদাতাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। মুমূর্ষু শরীফ ওসমান হাদীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

তারা বলেন, তফসিল ঘোষণার পূর্বেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জানিয়েছি। নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড এখনও প্রস্তুত নয়। আজকের এই ঘটনায় আমরা উদ্বিগ্ন ও শংকিত। দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের নির্বাচনকালীন গণসংযোগের নিরাপত্তা হুমকির মুখে। ৫ আগস্ট পরবর্তি লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলায় নিয়োজিত যৌথ বাহিনীর কার্যকর ভূমিকা এখনও দৃশ্যমান নয়। পরাজিত আওয়ামী ফ্যাসিবাদি অপশক্তি এখনো ষড়যন্ত্র ও নাশকতায় লিপ্ত।

এমতাবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের উপযুক্ত ক্ষমতা নির্বাচন কমিশনকে প্রয়োগ করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর