Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদীকে গুলির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে সরকার—আশা মির্জা ফখরুলের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেছেন, অন্তর্বর্তী সরকার দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নেবে এবং হামলাকারীদের আইনের আওতায় আনবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা তিনটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। মতাদর্শ যাই হোক, সহিংসতা ও ভয়ভীতির আশ্রয় নেওয়া যে কারও কর্মকেই আমাদের সবাইকে একযোগে প্রত্যাখ্যান করতে হবে।’

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদীকে কাছ থেকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর