Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে: ডা. শফিকুর

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ২০:১৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার ঠিক পরেরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং জুলাই যোদ্ধাকে টার্গেট করে গুলি করার ঘটনা গভীর উদ্বেগের। এ জাতীয় ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না, যাবে না। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। এ ঘটনার পেছনের শক্তি কে বা কারা সেটি জাতির সামনে স্পষ্ট করতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখে ঢাকা মেডিকেল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। হাদির শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে হাদির শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া কামনা করেন।

বিজ্ঞাপন

এসময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ঢাকা-৮ আসনে জামায়াতের প্রার্থী ড. হেলাল উদ্দিন, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা-৭ আসনের প্রার্থী হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহ প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর