Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোয়া ৫ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ২১:০৩

মেট্রোরেল

ঢাকা: ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ায় অবশেষে চলাচল শুরু করেছে মেট্রোরেল।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে তারা জানান, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, মেট্রোরেল শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট থেকে উত্তরা উত্তর হতে চলাচল শুরু করেছে।

এদিকে, সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের প্রতি আন্তরিক দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা জানিয়েছেন আন্দোলনরত কর্মীরা। এদিন উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাবে।

বিজ্ঞাপন

এর আগে, পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৩টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি পালন শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা। বিকেল ৩টা থেকে ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফেরত আসেন। পরে এমডিকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। এ কারণে উত্তরা থেকে বিকেলে ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও আজ কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি।

এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মকর্তা-কর্মচারীরা জানান, গত ৯ ডিসেম্বরের মধ্যে চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করায় শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মেট্রোরেলে সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখা হবে। সেইসঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম কমলো
১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৯

আরো

সম্পর্কিত খবর