Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২২:৪৯

রংপুরে বিক্ষোভ-মশাল মিছিল

রংপুর:  জেলার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল-বিক্ষোভ করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় নগরীর প্রেসক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি জাহাজ কোম্পানি মোড় ও পায়রা চত্বর প্রদক্ষিণ করে প্রেসক্লাবে সমাবেশে মিলিত হয়। সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং সরকারের কঠোর সমালোচনা করা হয়। জেলা ও মহানগর এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক মো. আল মামুন, মহানগর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার। তারা বলেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম কারিগর ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা বিপ্লবকে চ্যালেঞ্জ করার ষড়যন্ত্র। আইনশৃঙ্খলা ঠিক না করে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছে, যার দায় সরকার এবং নির্বাচন কমিশনের। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার না করলে রাজপথে নামবে ছাত্র-জনতা।’

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় কারমাইকেল কলেজ ক্যাম্পাস থেকে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়, যা লালবাগ খামার মোড় প্রদক্ষিণ করে শেষ হয়। এর আগে সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিডিয়া চত্বর থেকে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিডিয়া চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক আহমেদুল আলবির, জাহিদ হোসেন জয়, শামসুর রহমান সুমন, আশিকুর রহমান, রহমত আলী প্রমুখ।

বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘তফসিল ঘোষণার ১৮ ঘণ্টার মাথায় এই হামলা প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ। ওসমান হাদির চিকিৎসা নিশ্চিত করুন এবং হামলাকারীদের গ্রেফতার করুন।’

সমাবেশ শেষে ওসমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর