পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের অভ্যুত্থানের পরে হত্যার উদ্দেশ্যে তার মাথায় যে বুলেট মারা হয়েছে। এই বুলেট শুধু শরিফ ওসমান হাদীর মাথায় নয়, এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্ট এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে অভ্যুত্থান- সেই অভ্যুত্থানের বুকে করা হয়েছে। এই গুলিটা করা হয়েছে যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে তাদের ভয় দেখানোর জন্য।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সারজিস আরও বলেন, অভ্যুত্থানের পর গত এক বছরে দেশ পরিবর্তনে যুক্ত থাকা বিভিন্ন স্তরের ব্যক্তিরা ফ্যাসিস্ট কালপিটদের সুযোগ করে দিচ্ছে। আর এইগুলির মাধ্যমে যারা বাংলাদেশে ষড়যন্ত্র করতে চাচ্ছে, আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে চাচ্ছে, নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতিকে বানচাল করতে চাচ্ছে, ওই এজেন্টের এটা হচ্ছে একটা খেলা। হাদিকে গুলির মাধ্যমে এই খেলাটা শুরু করল।
এর আগে, হাদির ওপর হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।
এতে জেলার বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার নেতাকর্মীরাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য দেন।