Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৫

নীলফামারীর ডিমলায় মশাল মিছিল

নীলফামারী: ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিজয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

মশাল হাতে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে স্মৃতি অম্লান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

সমাবেশে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি তোলেন। তারা বলেন, ‘প্রকাশ্যে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা সারাদেশের শিক্ষার্থীদের হতাশ করেছে। বর্তমান সরকারের আমলে একজন স্বতন্ত্র প্রার্থীও যদি নিরাপত্তা না পান, তবে সরকারের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। একজন প্রার্থী যেখানে নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত তা দেশবাসীকে ভাবতে হবে।’

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, ‘সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে পুলিশের ভূমিকা জনগণের পক্ষে ছিল না। এ কারণে নিজেদের নিরাপত্তা নিয়েও শিক্ষার্থীরা উদ্বিগ্ন। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে প্রশাসন নিরপেক্ষ থাকবে কি না সেটা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর