Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ০০:৫৭

সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন।

সুনামগঞ্জ: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় সুনামগঞ্জ পৌরশহরের জামতলা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার ভিতর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। না হয় জুলাই যোদ্ধারা বসে থাকবে না, আবারও মাঠে নামবে। আরও একটি গণঅভ্যুত্থান হবে।’

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা অবিলম্বে এই হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর