Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩:২৯

খেলাফত মজলিসে শুরার এই অধিবেশন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা: খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ অধিবেশনে দলীয় নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, তফসিল ঘোষিত হওয়ার পর ফ্যাসিবাদী অপশক্তি নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। টার্গেট কিলিং ও নাশকতা চালিয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে গণঅভ্যুত্থানের কন্ঠস্বরগুলোকে থামিয়ে দিতে চায়। কিন্তু দেশপ্রেমিক জনগণ তা কখনো হতে দেবে না।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে কালভার্ট রোডস্থ একটি হলে মজলিসে শুরার এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস নেতারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবণতিতে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও তার প্রশাসন কাযর্ত কোনো কঠোর পদক্ষেপ নিতে পারছে না। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রাখা হলেও আইন-শৃঙ্খলার উন্নতি ঘটছে না। ৫ আগস্ট পরবর্তি লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। অপরাধীদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি হয়নি। অন্যদিকে নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড এখনো প্রস্তুত নয়। পেশীশক্তির রাজনীতি ও কালো টাকার প্রভাবে রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা বাড়ছে। এমতাবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের উপযুক্ত ক্ষমতা নির্বাচন কমিশনকে প্রয়োগ করতে হবে।

বিজ্ঞাপন

মজলিসে শুরার বিশেষ এ অধিবেশনে সভাপতিত্ব করেন আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত শুরায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর