Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদির ওপর হামলা নির্বাচন বানচালের চক্রান্ত কী-না তদন্তের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২০:২৮

চট্টগ্রাম ব্যুরো: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্ত আছে কী না খতিয়ে দেখার দাবি জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ফোরাম।’

শনিবার (১৩ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের সই করা এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ‘গণতন্ত্রকামী রাজনৈতিক কর্মী ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে এ হামলা মুক্তমত ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের কাপুরুষোচিত আক্রমণ প্রমাণ করে, দেশে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। এই হামলা শুধু ওসমান হাদির ওপর নয়, বরং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সাংবিধানিক অধিকারের ওপর চরম আঘাত। দিনের আলোয় একজন রাজনৈতিক কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ইঙ্গিত দেয়।’

বিজ্ঞাপন

‘এই হামলার পেছনের মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত অপরাধীদের অতি দ্রুত চিহ্নিত করে একটি নিরপেক্ষ ও সুষ্ট তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে শিক্ষক নেতারা বলেন, ‘এর পেছনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো চক্রান্ত আছে কী না সেটা খতিয়ে দেখার দাবি রাখে। তবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চার পথকে রুদ্ধ করার কোনো অপচেষ্টা সফল হবে না বলে শিক্ষক ফোরাম বিশ্বাস করে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর