Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২১:১৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ২১:২৫

বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

নীলফামারী: ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার দুপুরে(১৩ডিসেম্বর) জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচীতে জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোর্শেদ আযম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা উল্লেখ করেন, নির্বাচন বানচালের একটি শক্তি ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হাদীকে গুলি করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্যই এ রকম ঘটনা সৃষ্টি করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর