কুষ্টিয়া: জেলার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত শান্ত (২৪) নামে বাংলাদেশি এক যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারত।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/৭ এস মেইন পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করে। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিশ্চিত করেছে।
নিহত শান্ত দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেলে বিএসএফের পক্ষ থেকে শান্তের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
স্থানীয়দের বরাতে জানা গেছে, শান্ত ওই এলাকার শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার রাতে তিনি সহযোগীদের নিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক ও অস্ত্র আনতে গিয়েছিলেন। সেখানেই বিএসএফ’র গুলিতে আহত হন। পরে তার মৃত্যু হয়।