ঢাকা: রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। তারা ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফিরছিলেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে। পরে জুলাই রেভেলসের দুই সদস্যকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে।
উত্তরা পুর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক বলেন, ‘সন্ত্রাসীরা দুই জনকে কুপিয়েছে। তাদের চিকিৎসা চলছে। এর পর ঢামেকে নেওয়া হতে পারে।’
তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তে কাজ করছে পুলিশ।