Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে বিক্রয় কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ০৯:২১

মো. মাইন উদ্দিন।

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাইন উদ্দিন (৩৭) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. মাইনউদ্দিন সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধ কোম্পানির আঞ্চলিক কর্মকর্তা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কর্মস্থলের উদ্দেশে যাওয়ার সময় সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে সুবর্ণচরগামী একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইনউদ্দিন গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আজ সিরাজগঞ্জ হানাদার মুক্ত দিবস
১৪ ডিসেম্বর ২০২৫ ১৩:০৮

আরো

সম্পর্কিত খবর