Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের পতনের ধারায় পুজিঁবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:২৮ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪

ঢাকা: গত সপ্তাহে একদিনের উত্থানের পর ফের দরপতনের ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। বেশিরভাগ কোম্পানির দরপতনের কারণে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূচক ও সার্বিক লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৩ পয়েন্টে। যা আগের দিন বেড়েছিল ২২ পয়েন্ট। এর আগের কার্যদিবসেও ডিএসই-তে সূচক কমেছিল।

আজ ডিএসই-তে ৪৫৭ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের কার্যদিবসে ছিল ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬ কোটি ২৬ লাখ টাকা বা ১ শতাংশ।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯টির বা ২০.২০ শতাংশের। আর দর কমেছে ২৪৯টির বা ৬৩.৬৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩টির বা ১৬.১১ শতাংশের।

অপরদিকে সিএসই-তে রোববার ১২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৭৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, কমেছে ৮২টির এবং পরিবর্তন হয়নি ২১টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৪৪ পয়েন্টে।

আগের দিন সিএসই-তে ১৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর