Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ মাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামীর লোকসান ৫৭ হাজার ৫৭৬ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:১৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৫২

-ছবি : সংগৃহীত

ঢাকা: একীভূত হওয়ার পূর্বে চলতি পঞ্জিকা বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-এর লোকসান দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৭৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর ব্যাংকের সংশোধিত আর্থিক প্রতিবেদনে লোকসানের এ হিসাব তুলে ধরা হয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ২৫ নভেম্বর দেওয়া এক চিঠির মাধ্যমে তাদের আগে দেওয়া ‘ডেফারেল’ সুবিধাটি প্রত্যাহার করে নিয়েছে। আগে এ সুবিধার আওতায় প্রভিশন ঘাটতি সমন্বয় ছাড়াই আর্থিক প্রতিবেদন তৈরির সুযোগ ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রয়োজনীয় প্রভিশন সমন্বয় করার পরেই ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হওয়া তৃতীয় প্রান্তিক ও পরবর্তী সময়ের আর্থিক প্রতিবেদন তৈরি করতে হবে।

বিজ্ঞাপন

সংশোধিত হিসাব মতে, চলতি পঞ্জিকা বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৪৬২.৫৭ টাকা। ২০২৪ সালের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ০.২৬ টাকা।

আর চলতি জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৪৭৬.৫৭ টাকা, যেখানে আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৪৮ টাকা।

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি সমন্বিত নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২৩.৮৪ টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ধনাত্মক ২৭.১৬ টাকা।

এছাড়া গত ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সমন্বিত নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ব্যাপকভাবে কমে ঋণাত্মক ৪৬০.১৮ টাকায় দাঁড়িয়েছে; এক বছর আগে যা ছিল ২০.৬৬ টাকা।

বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম কমলো
১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৯

আরো

সম্পর্কিত খবর