চট্টগ্রাম ব্যুরো: জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর সিআরবির শিরিষতলায় শুরু হয়েছে বিজয় মেলা। মুক্তিযুদ্ধে বিজয় দিবস উপলক্ষ্যে এ মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সিআরবিতে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
উদ্বোধনের পর বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, ‘বিজয় মেলাটাকে এবার আমরা বৃহত্তর পরিসরে করার চেষ্টা করেছি। সেজন্য এখানে (সিআরবি) নিয়ে আসা হয়েছে। কারণ, এখানে লোক সমাগম বেশি হয়। জায়গাটাও সুন্দর। আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে আমরা যেন বিজয় মেলাটা করি। এখানে জেলা প্রশাসনের উদ্যোগে সব স্টল বসানো হয়েছে। যেসব প্রোডাক্ট এখানে পাবেন, সবই আমাদের দেশীয়। আশা করি, সবাই সুন্দরভাবে মেলায় অংশ নিবে।’
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, ‘সরকারের নির্দেশনা আছে যে মহান বিজয় দিবস উপলক্ষ্যে তিনদিনব্যাপী যেন কারুপণ্য মেলার আয়োজন করা হয় জেলা প্রশাসনের তরফে। সেজন্য আমরা দেশীয় উদ্যোক্তা যারা আছেন, তাদের তৈরি পণ্য এনে স্টলগুলো সাজানো হয়েছে। সিআরবি মাঠের প্রাকৃতিক ছায়াসুনিবিড় শীতল পরিবেশ দেখেই আমরা বিজয় মেলার জন্য এই স্থানটাকে বেছে নিয়েছি।’
এ সময় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামে স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্পপণ্য, কুটিরশিল্প এবং চারু ও কারুশিল্প পণ্য দিয়ে মেলায় ৩২টি স্টল বসানো হয়েছে।