ঢাকা: সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৪ নভেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে রাত ৯টার দিকে আনিস আলমগীর নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আমাকে নিয়ে আসা হয়। কারা তুলে নিয়ে এসেছে জানি না। তবে বলা হয়েছে তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।‘
সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।