ঢাকা: আন্তর্জাতিকমানের স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরএকে সিরামিকস বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ২০২৬-২৭ মেয়াদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে এ চুক্তি নবায়ন করা হয়েছে।
সোমবার( ১৫ ডিসেম্বর ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির অডিটোরিয়ামে এ চুক্তি নবায়ন করা হয়।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে মেহেদী হাসান মিরাজ আরএকে সিরামিকসের সঙ্গে যুক্ত আছেন। তিনি ব্র্যান্ডটির পারফরম্যান্স, ধারাবাহিকতা ও নেতৃত্বের প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মাঠে তার ধারাবাহিক সাফল্য ও যোগ্য নেতৃত্ব আরএকে সিরামিকসের টেকসই উদ্ভাবনী এবং নান্দনিক লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আরএকে সিরামিকস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সাধন কুমার দে বলেন, ‘মেহেদী হাসান মিরাজ আমাদের ব্র্যান্ডের মূল্যবোধ, সহনশীলতা, সততা এবং ধারাবাহিক উৎকর্ষের এক শক্তিশালী প্রতিফলন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে সর্বোচ্চ মানের পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি আরএকে সিরামিকস গুণগত মান, উদ্ভাবন ও ডিজাইনে নতুন নতুন মানদণ্ড স্থাপন করে যাচ্ছে। এই সফল অংশীদারিত্ব আরও সম্প্রসারণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’
অনুষ্ঠনে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আরএকে সিরামিকস হলো গুণগত মান, উদ্ভাবন এবং আস্থার প্রতীক যা আমার ব্যক্তিগত ও পেশাগত মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। এমন একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ব্র্যান্ডের প্রতিনিধিত্ব অব্যাহত রাখতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’