Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দল পরিবর্তনে সেরা’ নূর মোহাম্মদ মন্ডল ফের জাতীয় পার্টিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১২:৫১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:০০

জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে ফুল দিয়ে ফের দলে যোগ দেন নূর মোহাম্মদ মন্ডল।

রংপুর: তিন বড় রাজনৈতিক দলের ছায়ায় রাজনৈতিক অভিযাত্রা, দুর্নীতি মামলা ও জেল জীবনের মধ্য দিয়ে যাওয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডল আবারও ফিরেছেন তার রাজনৈতিক ‘প্রথম ঠিকানা’ জাতীয় পার্টিতে (জাপা)। স্থানীয় পর্যায়ে ‘দল পরিবর্তনে সেরা’ হিসেবে পরিচিত মন্ডলের এই দল পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া ও জল্পনার সৃষ্টি করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রংপুর মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দলটির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আজমল হোসেন লেবুর হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে জাপায় যোগ দেন নুর মোহাম্মদ মন্ডল।

বিজ্ঞাপন

নূর মোহাম্মদ মন্ডলের রাজনৈতিক জীবন এক কথায় ‘চাঞ্চল্যকর’। জাতীয় পার্টির হাত ধরেই তার রাজনীতির শুরু। এই দল থেকে ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখযোগ্য ব্যাপার হলো, ১৯৯৬ সালে তিনি জাতীয় পার্টির মনোনয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুর আব্দুল ওয়াহেদ কানু মিয়াকে এবং ২০০১ সালে সরাসরি শেখ হাসিনাকেই পরাজিত করেছিলেন।

নব্বইয়ের দশকের গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টির পতন হলে তাৎক্ষনিক যোগ দেন বিএনপিতে। বিএনপি থেকে মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি সরকারের পতনের পর ২০১৮ সালে তিনি যোগ দেন আওয়ামী লীগে এবং দলের টিকেটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালের উপজেলা নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন।

জানা গেছে, নূর মোহাম্মদ মন্ডল শুধু দল পরিবর্তনের জন্যই নন, বিতর্কিত কর্মকাণ্ডের জন্যও আলোচিত। আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গত ১৯ জুন তাকে কারাগারে পাঠানো হয়। আদালত পীরগঞ্জে বন বিভাগের ৩ হাজার ১৩০ একরেরও বেশি জমি দখল করে নির্মিত ‘আনন্দনগর’ নামের একটি পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র, আটটি ব্যাংক অ্যাকাউন্ট এবং ৯ কোটি টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

এ ছাড়া, ২০২৩-২৪ সালে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান থাকাকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী ও দফতরি পদে নিয়োগের নামে জনপ্রতি ৬ থেকে ৮ লাখ টাকা করে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি শতাধিক যুবক তার বাড়ির সামনে অনশন ও বিক্ষোভ করেছেন।

বিশ্লেষকদের ধারণা, নূর মোহাম্মদ মন্ডলের এই প্রত্যাবর্তন রংপুর-৬ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। আসনটি ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মন্ডলের জাতীয় পার্টিতে ফেরা দলটিকে এই আসনে শক্তি সঞ্চয়ের সুযোগ দিতে পারে। তবে, তার বিরুদ্ধে থাকা আইনি জটিলতা এবং স্থানীয় পর্যায়ে তৈরি বিতর্ক তার রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

জাতীয় পার্টির নেতৃত্বের পক্ষ থেকে তার প্রত্যাবর্তনকে ‘ঘরে ফেরা’ বলে অভিহিত করা হলেও, দলের অভ্যন্তরীণ একটি অংশ এই সিদ্ধান্ত নিয়ে অস্বস্তিতে রয়েছেন বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষক হারুন অর রশীদ চৌধুরী বলেন, “নূর মোহাম্মদ মন্ডলের মতো বিতর্কিত ও বহু দল পরিবর্তনের ইতিহাস রয়েছে, এমন নেতাকে গ্রহণ করা যে কোনো দলের জন্যই ঝুঁকিপূর্ণ। তবে, স্থানীয় প্রভাব ও নেটওয়ার্ক কাজে লাগানোর জন্য দলগুলি কখনও কখনও এমন সিদ্ধান্ত নেয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা কী হবে, তা এখনই বলা যাচ্ছে না।”

নূর মোহাম্মদ মন্ডল তার এই দল পরিবর্তন নিয়ে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে, জাতীয় পার্টির নেতৃত্বের আশা, পীরগঞ্জে তাদের প্রাতিষ্ঠানিক রাজনীতিকে শক্তিশালী করতে মন্ডল ভূমিকা রাখবেন। আইনি ও জনমতের চ্যালেঞ্জ মোকাবিলা করেই তাকে এগোতে হবে।

দলে যোগদানের বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি আজমল হোসেন লেবু বলেন, “নূর মোহাম্মদ মন্ডল জাতীয় পার্টি থেকেই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিভিন্ন সময়ে নানা কারণে তিনি অন্য দলে গেলেও সক্রিয় কোনো পদে ছিলেন না। এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। ঘরের ছেলে ঘরে ফিরেছে। আমরা স্বাগত জানিয়ে তাকে ঘরে নিয়েছি।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর