Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৪০

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি।

ঢাকা: মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেওয়া হয়।

এর আগে, হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জেনেছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ওসমান হাদির সঙ্গে যাবেন, তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক।

বিজ্ঞাপন

এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি টেলিফোন কনফারেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর