Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটের নমুনা ব্যালট প্রকাশ, থাকছে ৪টি প্রশ্ন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৩২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৬

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

‎ঢাকা: আসন্ন নির্বাচনে গণভোটের নমুনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎জানা গেছে, গণভোটের ব্যালট পেপারের রঙ হবে গোলাপি। ব্যালটে চারটি প্রশ্ন থাকবে। আর নিচে থাকবে একটি ছক। ছকের দুটি ঘরে ‘হ্যাঁ’ এবং ‘না’ লেখা থাকবে।

সোমবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

‎‎আরও জানা যায়, এই ব্যালটের নিচে থাকা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ঘরের পাশে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিতে হবে।

‎এতে যদি কেউ প্রশ্ন চারটির সঙ্গে একমত হলে ‘হ্যাঁ’ এর পাশের ঘরে টিক চিহ্ন দিতে হবে। আর চারটির সঙ্গে দ্বিমত হলে ‘না’ এর পাশের ঘরে ক্রস চিহ্ন দিতে হবে।

‎ব্যালটে যে চারটি প্রশ্ন থাকছে-

বিজ্ঞাপন
  • নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
  • ‎আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।
  • ‎সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে— সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
  • ‎জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।

‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর