Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাদিকে সিঙ্গাপুরে নিতে অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে অর্থ দেওয়া হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:৫১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ -ছবি : সংগৃহীত

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি-কে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিতে অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, হাদিকে বাইরে পাঠানোর বিষয়ে গতকাল (রোববার) যখন অর্থ বিভাগের মতামত চওয়া হয়, আমরা তখন বলেছি যে, টাকা পয়সার কোনো ব্যাপার না। এটা ম্যানেজ করা হবে। যে কোনো সময় অর্থ দিতে আমরা প্রস্তুত।

বিজ্ঞাপন

হাদির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা যা-ই লাগুক, আমরা প্রস্তুত।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তাকে উন্নত চিকিৎসার দিতে সোমবার (১৫ ডিসেম্বর) একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর