Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তালিকা যাচাইয়ে ১০ কর্মকর্তা নিয়োগ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন তালিকা যাচাইয়ে ১০ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

‎ওই অফিস আদেশে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর। স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা, ২০১১ অনুসারে নির্বাচন উপলক্ষ্যে স্বতন্ত্র প্রার্থিতার সমর্থনসূচক তালিকা দৈবচয়নের ভিত্তিতে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীরা যে সমস্ত নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের প্রতিটির জন্য ১০টি সংখ্যা চিহ্নিত করার লক্ষ্যে (ক্রমিক ১ হইতে ১ শতাংশের মধ্যবর্তী যে কোনো ১০টি সংখ্যা) প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

‎এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের আগেই প্রাপ্ত সংখ্যার বিপরীতে উল্লেখিত তথ্যাদির সত্যতা সরেজমিনে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

বিজ্ঞাপন

মাঠে গড়িয়েছে নারী ক্রিকেট লিগ
১৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩

আরো

সম্পর্কিত খবর