Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪

প্রতীকী। ফাইল ছবি

বগুড়া: জেলার ধুনটে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশের স্ত্রী রেবেকা খাতুন (২৬) ও তার ছেলে হুজাইফা (৪)।

জানা যায়, এ দুপুরে গৃহবধূ রেবেকা খাতুন ও তার ছেলে হুজাইফা ব্যাটারিচালিত একটি অটোভ্যানে চড়ে পেচিবাড়ি থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন মা ও ছেলে। এ সময় ধুনটগামী সিমেন্ট বোঝাই দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। চালক ও হেলপার ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

বিজ্ঞাপন

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

বগুড়ায় ট্রাকচাপায় মা-ছেলে নিহত
১৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর